মুখ‍্যমন্ত্রীর সভায় যোগ দিতে আসার সময় গাড়ি দুর্ঘটনা , জখম ২৯ জন : চিকিৎসা চলছে

25th November 2020 8:20 pm বাঁকুড়া
মুখ‍্যমন্ত্রীর সভায় যোগ দিতে আসার সময় গাড়ি দুর্ঘটনা , জখম ২৯ জন : চিকিৎসা চলছে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : ওন্দা ব্লকের চূড়ামনিপুর অঞ্চল থেকে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের  সভায় যোগ দিতে আসার সময় ছোট গাড়ির চাকা ফেটে গাড়িটি উল্টে যায় সকল যাত্রীরাই। ওনাদের মধ‍্যে ২৯ জন বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। সকলের অবস্থাই স্থিতিশীল । আহত তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হন মন্ত্রী শ্যামল সাঁতরা । এছাড়াও অনান‍্য নেতৃত্বরা হাজির ছিলেন । শুনুকপাহাড়ী মাঠে আয়োজন করা হয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এর জনসভা । বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমবেত হন জনসভা স্থলে । সেই সভায় আসার সময় ই দুর্ঘটনাটি ঘটে । হাসপাতালে গিয়ে সকলের শারিরীক অবস্থার খোঁজ খবর নেন মন্ত্রী শ‍্যামল সাঁতরা । চিকিৎসকদের সাথেও কথা বলেন তিনি । পরিবারের সকলকে আশ্বস্ত করেছেন নেতৃত্বরা । 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।